https://shikhabd.com/google0928d57da4654288.html

কোচবিহারে বজ্রপাতে বিএসএফ জওয়ানের মৃত্যু 


Shikha BD প্রকাশের সময় : জুন ১০, ২০২৪, ৫:৪১ পূর্বাহ্ন /
কোচবিহারে বজ্রপাতে বিএসএফ জওয়ানের মৃত্যু 

আচমকা বৃষ্টি। বাজ পড়ে বিএসএফ জওয়ানের মৃত্যু। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটায়। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, মৃতের নাম এস ইনাও সিং। মণিপুরের বাসিন্দা তিনি। দিনহাটার গিতালদহের খাদিজা হরিদাস এলাকায় ডিউটিতে ছিলেন তিনি।

রবিবার (৯ জুন) সকাল থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সেই সময়ই বাজ পড়ে মৃত্যু হল এস ইনাও সিং নামে ওই জওয়ানের। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে যান দিনহাটা ফাঁড়ির পুলিশ ও বিএসএফ জওয়ানদের কর্মকর্তারা। তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।