https://shikhabd.com/google0928d57da4654288.html

সিলেট সিটি সেন্টার লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


Shikha BD প্রকাশের সময় : জুন ৯, ২০২৪, ৩:০৮ অপরাহ্ন /
সিলেট সিটি সেন্টার লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট নগরীর জিন্দাবাজারস্থ অত্যাধুনিক শপিং মল সিলেট সিটি সেন্টার লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ জুন) রাত ৮টায় স্পাইসি কনফারেন্স হলে অনুষ্ঠিত এ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি সেন্টার লিমিটেড এর চেয়ারম্যান হারুন আল রশিদ দিপু।

কোম্পানীর বার্ষিক রিপোর্ট পেশ করেন ব্যবস্থাপনা পরিচালক শহীদ আহমদ চৌধুরী। আর্থিক রিপোর্ট পেশ করেন পরিচালক (অর্থ) হাছনু চৌধুরী।

রিপোর্টদ্বয়ের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিচালক শমসের জামাল, সৈয়দ মিসবা উদ্দিন, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, ওলিউর রহমান সাজন, গাজী মাহতাবুর রহমান, শায়েস্তা মিয়া, ওয়াহিদুজ্জামান চৌধুরী, ভজন সাহা, মোহাম্মদ বখত মজমাদার, জামাল চৌধুরী জয়, দেবাশিষ শ্যাম তপু, সৈয়দ জাকির আহমদ শহীদ প্রমুখ।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও প্রয়াত পরিচালকবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সিটি সেন্টার মসজিদের ইমাম মো. মামুনুর রশিদ।