খ্যাতিমান চিকিৎসক, দেশপ্রেমিক ব্যক্তিত্ব ও ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্নীতি মুক্তিকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।
নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, সৃষ্টিকর্তার জমিনে সৃষ্টিকর্তার প্রভুত্ব ও মর্যাদা রক্ষার চেতনায় মরহুম প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান ছিলেন অবিচল। জাতীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, মূল্যবোধ, হক ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান দেশবাসী ভুলবে না। দুঃখী মানুষের ভাগ্য উন্নয়ন ও সংগ্রামে তিনি ছিলেন এক সংগ্রামী চিকিৎসক।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্তর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :