কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন পদে পুননির্বাচিত সোনিয়া 


Shikha BD প্রকাশের সময় : জুন ৯, ২০২৪, ৬:২৯ পূর্বাহ্ন /
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন পদে পুননির্বাচিত সোনিয়া 

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে পুননির্বাচিত হলেন সোনিয়া গান্ধী।

শনিবার (৮ জুন) কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক হয়। চেয়ারপার্সন হিসেবে সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৈঠকে উপস্থিত সকল নির্বাচিত সাংসদরা তাতেই সিলমোহর দেন। ১৯৯৯ সালে কংগ্রেস সভানেত্রী হওয়ার পরই প্রথববার লোকসভায় নির্বাচিত হন সোনিয়া। টানা ২৫ বছর পর এবার তিনি রাজ‍্যসভার সাংসদ। লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাফল‍্যের পরেই এবার ফের কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হলেন।