বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সুত্রপাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন চট্টগ্রাম নগরীর জামালখানস্থ সিনিয়র’স ক্লাব মিলনায়তনে এক সভা চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসভায় উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ কনক কান্তি বড়ুয়া।
চট্টগ্রাম অঞ্চলের সাধারন সম্পাদক তাপস কুমার বড়ুয়ার স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট এর ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া। এতে আলোচ্যক ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেল এর প্রেসিডেন্ট মিঃ সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ প্রীতি বড়ুয়া, নাট্যজন অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মিঃ লিকসন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান মিঃ চিন্ময় বড়ুয়া রিন্টু, মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া। আহবায়কের বক্তব্য রাখেন সুমন বড়ুয়া বাপ্পি, উদযাপন কমিটির সদস্য সুরমা চাকমা পূজা।
সুদত্ত বড়ুয়া ও নিশীথা চৌধুরী বড়ুয়া নিপার সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা অধীর বড়ুয়া, যুব পরিষদ এর ঢাকা অঞ্চলের সাধারন সম্পাদক প্রকৌশলী লিটু বড়ুয়া, প্রেসিডিয়াম সদস্য টিটু বড়ুয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সজীব বড়ুয়া সাজু, অর্থ সম্পাদক সমীরণ বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি কর আইনজীবী বুলবুল বড়ুয়া, উত্তম কুমার বড়ুয়া , তুষার বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক অলক বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া পিপলু, অর্থ সম্পাদক প্রকৌশলী দিপক বড়ুয়া, শিমুল বড়ুয়া, যুবনেতা অভিজিৎ বড়ুয়া পাপেলসহ বিভিন্ন সংগঠনের ও যুব পরিষদ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
পরে অতিথিবৃন্দ সুত্রপাঠপ্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন। সভায় উদ্বোধক প্রফেসর ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেন, বাংলাদেশ বৌদ্ধ যুব ৬০ দশকের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে এ সংগঠনে কার্যক্রমে আমি অভিভূত। প্রধান অতিথি লায়ন রূপম কিশোর বড়ুয়া বলেন, দেশ-সমাজে যখন হিংসা-দ্বেষ ও নানান অপ কর্মের ঊন্মাদনায় মক্ত ঠিক এসময়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ “পঞ্চশীলের আলোকে মানবিক জীবন গঠন” শিক্ষায় সভা-সেমিনার আয়োজন করে মানবোন্নয়নে কাজ করার মহাযজ্ঞে মেতে উঠেছে, যা সত্যিই প্রশংসার দাবী রাখে।
আপনার মতামত লিখুন :