জৈন্তাপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০তম গ্রীষ্মকালীন ও ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল ১১টায় বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি জৈন্তাপুর আয়োজিত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
এ সময় ৫০ তম গ্রীষ্মকালীন ও ৫২ তম শীতকালীন প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাক্তিগত ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কারের ক্রেষ্ট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের অধ্যক্ষ বিজন বিশ্বাস, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন লিটু,সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আলি সরকার, ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবু সাইদ তালুকদার, বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল, মাওলানা আব্দুল লতিব জুলেখা গার্লস একাডেমির প্রধান শিক্ষক অন্জনা দেবনাথ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চন্দ্র ঘোষ,খরিল নেজামুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুজিবুর রহমান সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আপনার মতামত লিখুন :