প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উজানের ঢল আর ভারি বৃষ্টিতে ইতিমধ্যে বিশ্বনাথের বিভিন্ন এলাকায় পানিবন্ধি হাজার হাজার মানুষ। ঘরবাড়ি, রাস্তা ঘাট, স্কুল কলেজ ও হাটবাজার আক্রান্ত হয়েছে বন্যায়। আউশধান, বীজতলা এবং আবাদি সবজির ব্যাপক ক্ষতি হচ্ছে প্লাবনের কারণে। বন্যার কবল দীর্ঘস্থায়ী হবে বলছেন বিশেষজ্ঞরা।
গেল শনিবার থেকে বিশ্বনাথের উত্তর সীমান্ত সুরমা নদি তীরবর্তী বিভিন্ন এলাকায় বন্যার প্রথম আগমন ঘটে। এরপর থেকে পানি বৃদ্ধি ও কমতির মধ্য দিয়ে বন্যা আক্রান্ত এলাকাবাসী দিন যাপন করে আসছেন। গত দুইদিন ধরে অতিবৃষ্টি ও উজানের পানিতে অন্যান্য এলাকায় প্লাবন দেখা দিচ্ছে।
সরজমিন ঘুরে দেখা গেছে বন্যার কবলে পড়ছেন কয়েকটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন ইতিমধ্যে। এ পর্যন্ত শতাধিক গ্রাম, বিভিন্ন আশ্রয়ন ও গুচ্ছ গ্রামের মানুষ পানি বন্দি হওয়ার তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ কোথাও বিতরণ করার খবর পাওয়া যায় নি। প্রশাসনের পক্ষ থেকে আজ শুকনো খাবার বিতরণ করার কথা রয়েছে। উপজেলার সবচেয়ে আক্রান্ত লামাকাজি ইউনিয়ন ও খাজাঞ্চি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি ১১ মেট্রিকটন চাল বরাদ্দের খবর ও নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
এছাড়াও লামাকাজি, খাজাঞ্চি ইউনিয়নে রোপা আউশধান, বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়। লামাকাজি, খাজাঞ্চি, দশঘর ইউনিয়ন ও দেওকলস ইউনিয়নে এ পর্যন্ত ডুবে গেছে ১৬৫ হেক্টর ব্রি ৪৮, ৯৮ সহ উচ্চ ফলনশীল আউশধানের আবাদ। বীজতলা ডুবছে ২৫ হেক্টর এবং মৌসুমি সবজি চালকুমড়া, ঝিংগা, চিচিংগা, মরিচ, ধুন্দল, করলা, কাকরোল, পঠল, পুইশাক, কলমিশাক, পানিকচু ও মুকিকচু’র ১৬ হেক্টর ফসল তলিয়ে গেছে।
বন্যায় এখন পর্যন্ত নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় ক্ষয় ক্ষতির সঠিক পরিমান এই মূহুর্তে নির্ধারণ করা সম্ভব নয়। পানি নামার পর চুড়ান্ত ক্ষতির পরিমাণ নির্ণয় করে সরকারি দপ্তরে প্রেরণ করা হবে। এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করার প্রক্রিয়া শুরু হবে এক প্রশ্নের জবাবে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।
আপনার মতামত লিখুন :