https://shikhabd.com/google0928d57da4654288.html

নির্বাহী প্রকৌশলী (৬ষ্ট গ্রেড) হলেন প্রকৌশলী আলাউদ্দিন আহমদ


Shikha BD প্রকাশের সময় : জুন ৪, ২০২৪, ৩:২৮ অপরাহ্ন /
নির্বাহী প্রকৌশলী (৬ষ্ট গ্রেড) হলেন প্রকৌশলী আলাউদ্দিন আহমদ

সিকৃবিতে পদন্নোতি পেয়ে নির্বাহী প্রকৌশলী (৬ষ্ট গ্রেড) হয়েছেন প্রকৌশলী আলাউদ্দিন আহমদ। তিনি গত (৩০ মে) ৪৪ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই পদন্নোতি দেয়া হয়।

সোমবার সিকৃবির রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাঁকে জানানো হয়।