https://shikhabd.com/google0928d57da4654288.html
বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন এর আয়োজনে ৮-১২ আসনিক ইভেন্ট ক্যাটাগরিতে অংশগ্রহণ করে বাংলাদেশ আনসার বাহিনীর প্রতিযোগী হয়ে অংশগ্রহণ করে ৮ম জাতীয় ইয়োগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ ১টি স্বর্ণ পদক ও ইয়োগাসনা স্পোর্টস ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ-২০২৩ ১টি স্বর্ণ পদক অর্জন করেছেন ইয়োগা ক্লাব সিলেটের শিক্ষার্থী পূর্ণ সরকার।
গত ১৮ মে (শনিবার) বিকেলে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপির হাত থেকে এ পদক অর্জন করেন তিনি।
প্রফেসর ডা. মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. হারুন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, হুইপ-বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্টের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
এছাড়াও সিলেট জেলা ইয়োগা টিম প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন এর দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে ইয়োগা ক্লাব সিলেটের শিক্ষার্থী মো. আরিফ উদ্দিন ওলি সিলেট জেলা ক্রীড়া সংস্থার হয়ে অংশগ্রহণ করে ২৪+ বয়স আসনিক ক্যাটাগরিতে একটি ব্রঞ্চ পদক ও ইয়োগা ক্লাব সিলেটে হয়ে একটি ব্রঞ্চ পদক অর্জন করে। ৮-১২ আসনিক ইভেন্ট ক্যাটাগরিতে অংশগ্রহণ করে ইয়োগা ক্লাব সিলেটের হয়ে মো. আরাফাত হোসেন একটি ব্রঞ্চ পদক অর্জন করে।
আপনার মতামত লিখুন :