বাংলাদেশ ছাত্রলীগ জামালগঞ্জ উপজেলা শাখার ৬ ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
সোমবার (০৩ জুন) জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের স্বাক্ষরিত পত্রে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সোহাগ, নাজমুল হাসান খন্দকার, ইয়াসিন আরাফাত ও মাহবুব রহমান মাহবুব যৌথ স্বাক্ষরে আগামী ১ বছরের জন্য ৬ ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন করা হয়।
অনুমোদিত ৬ ইউনিয়ন ছাত্রলীগের কমিটির মধ্যে জামালগঞ্জ সদর ইউনিয়নে সভাপতি ফারহান শাহ, সাধারণ সম্পাদক মোশরফ হোসেন। জামালগঞ্জ উত্তর ইউনিয়নে সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হাসান নিবির। সাচনা বাজার ইউনিয়নে সভাপতি রঞ্জিত তালুকদার, সাধারণ সম্পাদক লিটন মিয়া, বেহেলী ইউনিয়নে সভাপতি মিতুল মিয়া, সাধারণ সম্পাদক ঝুটন সরকার। ভীমখালী ইউনিয়নে সভাপতি তুহিন আলম, সাধারণ সম্পাদক স্বপন আহমদ জয়, ফেনারবাঁক ইউনিয়নে আব্দুস সালামকে সভাপতি এবং নাফিজদ্দেীহা একাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :