নগরীর পানিবন্দি মানুষের পাশে বাগবাড়ী ব্লক যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ


Shikha BD প্রকাশের সময় : জুন ৩, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন /
নগরীর পানিবন্দি মানুষের পাশে বাগবাড়ী ব্লক যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ

উজান থেকে নামা পাহাড়ি ঢলে বাড়ছে সিলেটের নদ-নদীর পানি। অকাল বন্যায় এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে সিলেটের চারটি উপজেলার শতাধিক গ্রাম। পানিবন্দি প্রায় তিন লাখ মানুষ। এদিকে সিলেটের পানিবন্দি মানুষদের পাশে দাঁড়িয়েছে বাগবাড়ী ব্লক যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

সিলেট নগরীর বাগবাড়ী বর্ণমালা আশ্রয়কেন্দ্রে এবং পশ্চিম কাজলশাহ এলাকায় রান্না করা খাবার বিতরণ করে বাগবাড়ী ব্লক যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

সিলেট সিটি করপোরেশনের মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশনায় নগরীর বাগবাড়ী বর্ণমালায় নেতাকর্মীরা ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তারা পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার, চিড়া, মুড়ি ও রান্না করা খিচুড়ি ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। পানিতে ভিজে পিঠে করে খাবার বয়ে নিয়ে বাড়ি বাসায় বাসায় পৌঁছে দেন তারা। যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকে বাগবাড়ী ব্লক যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী যুবলীগ এর সহ-সম্পাদক সাদিকুর রহমান সোহাগ, সিলেট মহানগর যুবলীগ নেতা সজীব আহমদ, মো:সামি, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শাহজাহান, রাসেল প্রমুখ।

এদিকে সুরমা ও সারি নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। সুরমা-কুশিয়ারার মিলনস্থল অমলশীদে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু গোয়াইনঘাট উপজেলার ৭৫ ভাগ এলাকা প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে। পর্যটকবাহী নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। গোয়াইনঘাট উপজেলায় খোলা হয়েছে ৫৬টি আশ্রয়কেন্দ্র। বাড়িঘর ছেড়ে মানুষ ছুটছে সেখানে। বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আকষ্মিক বন্যার রেশ থাকাকালীন নগরীতে একদিনের টানা বৃষ্টিপাতের কারণে দেখা দিয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগ আর ভোগান্তিতে নগরবাসী।