জৈন্তাপুরে বন্যা দুর্গত মানুষদের মাঝে আব্দুল গফফার চৌধুরী’র ত্রাণ বিতরণ


Shikha BD প্রকাশের সময় : জুন ২, ২০২৪, ৪:৫০ পূর্বাহ্ন /
জৈন্তাপুরে বন্যা দুর্গত মানুষদের মাঝে আব্দুল গফফার চৌধুরী’র ত্রাণ বিতরণ

জৈন্তাপুর উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বানভাসি মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সদ্য অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী আব্দুল গফফার চৌধুরী খসরু।

গত মঙ্গলবার থেকে জৈন্তাপুর উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার নিজপাট, জৈন্তাপুর, দরবস্ত ও চারিকাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে আকস্মিক বন্যায় অসংখ্য মানুষ পানি বন্দী হয়ে পড়েন। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের তৎপরতায় সেনাবাহিনী, বিজিবি,পুলিশ, ফায়ারসার্ভিস সেচ্ছাসেবী সংগঠন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উদ্ধার কাজে যোগ দিয়ে পানি বন্দী মানুষের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়। বন্যার পানিতে অনেক মানুষের ঘরবাড়ি তলেয়ি যায়। এখনো কিছু সংখ্যক মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এবং এখনো মানুষ পানি বন্দী রয়েছেন। এইসব মানুষের দ্বারে দ্বারে গিয়ে খিচুড়ি ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করছেন আব্দুল গফফার চৌধুরী খসরু। (শনিবার ১ জুন) তিনি দিনব্যাপী চারিকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুকনো খাবার ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

তিনি জানান, জৈন্তাপুর বাসীর যেকোনো দুর্যোগে সবসময় অতিথের মতো পাশে আছেন। বন্যা শুরু হওয়া থেকে উদ্ধার কাজ সহ সকল বিপদগ্রস্ত মানুষের পাশে রয়েছেন এবং মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন।