আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিনে কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণ


Shikha BD প্রকাশের সময় : জুন ১, ২০২৪, ৪:০৪ অপরাহ্ন /
আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিনে কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিন উপলক্ষে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ চন্দ্র দাস এর উদ্যোগে কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণ করা হয়েছে।

শনিবার (১লা জুন) রাত ৮টায় মদিনা মার্কেটস্থ কাউন্সিলরের কার্যালয়ে এ কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণের আয়োজন করা হয়। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জগদীশ চন্দ্র দাস, হেলাল আহমদ, নজরুল আহমদ, মুন্না দও, তানবীর আহমদ, রথীন্দ্র দাস ভক্ত, সাফাওয়াত, কাদির আহমদ, আহমদ, নিখিল, রিপন ঘোষ, সুমিত দেব, রজত চক্রবর্তী, মাষোক আহমদ, আলাল মিয়া, জুবেক আহমদ, দুলাল মিয়া, ইমন দও, শিমুল ঘোষ, কাদির আহমদ, লিটন পাল, শিমুল দাস, বিজন দাস, সমিরন দাস প্রমুখ।