শ্রী শ্রী লোকনাথ সংঘ পরিষদের আয়োজনে ২দিন ব্যাপি তিরোধান উৎসব শুরু


Shikha BD প্রকাশের সময় : জুন ১, ২০২৪, ৩:৪৩ অপরাহ্ন /
শ্রী শ্রী লোকনাথ সংঘ পরিষদের আয়োজনে ২দিন ব্যাপি তিরোধান উৎসব শুরু

ত্রিকালদর্শী পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৪ তম তিরোধান উৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব শ্রী শ্রী লোকনাথ সংঘ পরিষদ মিরা বাজার সিলেট এর আয়োজনে বলরাম জিউর আঁখড়ায় অনুষ্ঠিত হবে।

শ্রী লোকনাথ সংঘ পরিষদ মিরা বাজার সিলেট এর পরিচালনা কমিটির আয়োজনে ২ দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- আজ ১লা জুন শনিবার সন্ধ্যা ৬ টায় মঙ্গল ঘট স্হাপন, ৭ টায় গীতা পাঠ, রাত ৮ টায় তিরোধান উৎসবের শুভ অধিবাস। ২ জুন রবিবার ভোর ৫:৩০ মিনিটের সময় বাবার বাল্য লীলা দিয়ে শুরুসকাল ১০ টায় বাল্য ভোগের মাধ্যমে অধিবেশন ও পুষ্পাঞ্জলি প্রদান, দুপুর ১২:৩০ মিনিটে মহাপ্রভুর ভোগরাগ শ্রী শ্রী লোকনাথ বাবার রাজভোগ নিবেদন, দুপুর ২ টায় মহা প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭ টায় সন্ধ্যা আরতি পরিবেশনায় শ্রী শ্রী লোকনাথ সংঘ পরিষদ মিরা বাজার সিলেট, দিন ব্যাপি চলবে অষ্ট প্রহর লীলা কীর্তন ও ৩ জুন সোমবার সকাল ১১ ঘটিকায় দধীরভান্ড ভঞ্জনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এতে সনাতনী সকলেকে সপরিবারে স্ববান্ধবে উপস্থিত থাকার আমন্ত্রণ রইলো।

অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় শ্রী শ্রী লোকনাথ সংঘ পরিষদ মিরাবাজার এর সকল সদস্যবৃন্দ।