জৈন্তাপুরে বিভাগীয় কমিশনারের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা


Shikha BD প্রকাশের সময় : জুন ১, ২০২৪, ২:০৩ অপরাহ্ন /
জৈন্তাপুরে বিভাগীয় কমিশনারের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা

জৈন্তাপুর উপজেলায় সম্প্রতি বন্যা পরিস্থিতির কারণে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১লা জুন) জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব আবু আহমেদ সিদ্দীকী এনডিসি।

এ সময় গত বৃহস্পতিবারের প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ, পল্লী অবকাঠামো, রাস্তাঘাট, গবাদিপশুর পূনর্বাসনের ব্যবস্হা, খাদ্য সহায়তা, আশ্রয় কেন্দ্র, ক্ষতিগ্রস্তদের গৃহ সংস্কার বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মাসুদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আল আমিন, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান সহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চোয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম ও ৬ নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।