সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহত্তর জৈন্তিয়ার জনগণের প্রাণের সংগঠন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার (১লা জুন) সকাল সাড়ে ১১টায় সিলেট আলিয়া মাদ্রাসায় এ সৌজন্য সাক্ষাৎ করা হয়। সাক্ষাৎকালে দরবস্ত-কানাইঘাট-শাহবাগ আঞ্চলিক মহাসড়কের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সুদৃঢ় হস্তক্ষেপ গ্রহনে দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি উক্ত সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি গিয়াস আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক সালাউদ্দিন বেলাল, সিনিয়র সহ সভাপতি এডভোকেট হাসান আহমদ, বিশিষ্ট সাংবাদিক সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সদস্য নাজমুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :