https://shikhabd.com/google0928d57da4654288.html

চাইনিজ মার্শাল আর্ট একাডেমির আলোচনা সভা


Shikha BD প্রকাশের সময় : জুন ১, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন /
চাইনিজ মার্শাল আর্ট একাডেমির আলোচনা সভা

ডিএমআর সুপার গ্রুপ ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) রাত ৮টায় সিলেটের মদিনা মার্কেট এলাকাস্থ নাইস কমপ্লেক্সের ৫ম তলায় এই আলোচনা সভা ও ডিএমআর সুপার গ্রুপ এর নতুন কমিটি গঠন করা হয়।

ডিএমআর সুপার গ্রুপের পরিচালক জাহিদ আহমদ রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্রাট চৌধুরী নিশাত। আলোচনা সভায় সকলের সম্মতিক্রমে তরুণ-তরুণীদের নিয়ে ছোট আকারের এ্যাকশন শর্ট ফিল্ম তৈরি করা হবে বলে উদ্যোগ নেওয়া হয়।

আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আনোয়ার হোসেন-কে সভাপতি ও জাহিদ আহমদ রুবেল-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট ডিএমআর সুপার গ্রুপ এর নতুন কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন, ইমন আহমদ, মো. মুন্না, মুন্না আহমদ, কামাল আহমদ, সুহেল আহমদ, আরিফ উদ্দিন ওলি, জনি আহমদ, জাফর খান, মাহফুজ আলম, ছলোহ আহমদ, বশির আহমদ, সুজন তালুকদার, জুবেল আহমদ, জায়েদ আহমদ, মো. জাবেদ, তারেক আহমদ সানি, মো. আব্দুল নাঈন রাজু, রাতুন হাসান হৃদয়, সাইফুল হাসান মুন্না, রিফাত আহমদ, আতিক আহমদ, সাদ্দাম আহমদ, মুস আশরাফুল, মহসিন আহমদ প্রমুখ।