বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মাঝে বিবাহ সহায়তা (নগদ অর্থ) প্রদান করা হয়েছে।
শুক্রবার ৩১ মে বাদ জুম্মা বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের হোসেন পুর গ্রামের দিনমজুর ফজর আলী,কে তার মেয়ের বিয়েতে ‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ স্লোগান নিয়ে পথচলা সংগঠন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ হতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ট্রাষ্টের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান সুমনের মাধ্যমে নিজ বাড়ীতে এ অর্থ প্রদান কালে এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান বিশিষ্ট শালিস ব্যাক্তিত্ব নিজাম উদ্দিন সিদ্দিকী। বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আশিকুর রহমান, আজকের বিশ্বনাথ এর সম্পাদক মোস্তাক আহমদ মোস্তফা, সালমান আহমদ প্রমুখ।
এ উপলক্ষে আর-রহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক ইমাম মাওলানা নূরুর রহমান প্রতিবেদকের সাথে মুঠোফোনে আলাপকালে বলেন, বাংলাদেশের স্থানীয়রা সহ বৃটেন ও সারা বিশ্বের প্রবাসী যারা আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যক্রমকে সব সময় সহযোগিতা ও উৎসাহ প্রদান করে আসছেন আল্লাহ তায়ালা যেনো সবাইকে সু্স্থতার সহিত ভালো রাখেন ও ভবিষ্যতে আর রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউ,কের মানব কল্যাণের সকল কার্যক্রমে আন্তরিক সহযোগীতায় বিগত দিনের ন্যায় এগিয়ে আসেন এই প্রত্যাশা কামনা করি।
আপনার মতামত লিখুন :