https://shikhabd.com/google0928d57da4654288.html

যে কোন প্রাকৃতিক দুর্যোগে পাশে আছে শেখ হাসিনা সরকার: ইমরান আহমদ এমপি


Shikha BD প্রকাশের সময় : জুন ১, ২০২৪, ২:৩১ অপরাহ্ন /
যে কোন প্রাকৃতিক দুর্যোগে পাশে আছে শেখ হাসিনা সরকার: ইমরান আহমদ এমপি

যে কোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে আছে শেখ হাসিনার সরকার। যেকোন দূর্যোগ মোকাবিলায় মানুষের পূর্ণবাসন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষায় , বাসস্হান পুননির্মাণ সহ বিভিন্ন ভাবে সহায়তা করে পাশে আছে সরকার।

কথাগুলো বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি।

শনিবার (১লা জুন) বিকেল সাড়ে ৫টায় জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত লামনীগ্রাম মাদ্রাসায় বন্যার্তদের মাঝে তিনি ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় লামনীগ্রাম এলাকায় প্রায় ২৫০ জন বন্যার্তদের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

পরে সন্ধ্যা ৭টায় ৪ নং বাংলা বাজার এলাকায় ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন তিনি। এ সময় বৃহস্পতিবারের বন্যায় গৃহহারা হারুণ মিয়ার ঘর নির্মাণ ও পূনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সেই সাথে চলতি বন্যায় উপজেলার ১৪টি গৃহহীন পরিবারকে নগত ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, নবনির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলী, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া, সহকারী কমিশনার ভুমি মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, শ্রমীকলীগের সাধারণ সম্পাদক শওকত আলি সহ অন্যান্যরা।