রেমালের তান্ডবে বিধ্বস্ত ভারতের উত্তর পূর্ব। ৪ রাজ্যের ঘূর্ণিঝড়ের জেরে মৃত বেড়ে ৩৬। আহত শতাধিক। নিখোঁজ বহু। মোট ৮ রাজ্যে বেহালদশা। রেমালের তান্ডবে উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। ভেঙে পড়েছে অগণিত বাড়িঘর। ভূমিধস, বন্যায় বিপর্যস্ত একাধিক জেলা। শুধুমাত্র মিজোরামেই প্রাণ হারিয়েছেন ২৭ জন। এর মধ্যে আইজলে এক পাথর খাদনে ধস নামে। তাতে চাপা পড়ে ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই।
আরও একাধিক জায়গায় ভূমিধসে ৬ জন মারা গেছেন, ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি ঝড়বৃষ্টির জেরে নাগাল্যান্ডে ৪ জন, আসামে ৩ জন এবং মেঘালয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আসামে একটি স্কুল বাসের উপর গাছ উপড়ে পড়ার ঘটনায় ১২ জন পড়ুয়া আহত হয়েছেন। এই রাজ্যে ভেঙে পড়েছে বহু গাড়ি। এই পরিস্থিতিতে অরুণাচল প্রদেশে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
আপনার মতামত লিখুন :