ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় শামীমাবাদস্থ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান ফটকের সামনে গাজায় ফিলিস্তিনের ওপর ইসরাইলী বর্বর হমলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন নওশাদ মিয়া। প্রধান বক্তার বক্তব্যে রাখেন মুক্তাদির আলী ও সমাপনী বক্তব্য রাখেন মাহমুদুর রহমান ও আব্দুল মুমিত সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে ফিলিস্তিনের ওপর যে আগ্রাসী আচরণ চালিয়ে যাচ্ছে। বর্বর দখলদার ইসরায়েল সেই ইসরায়েলের দখল দারিত্ব এবং তার যে আগ্রাসন। নিরহ মানুষদের হত্যা করতেছে সেই সেই হত্যার প্রতিবাদেই আমাদের এই মানববন্ধন। এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই ইসরায়েল কতৃক যে গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা আজকে এ মানববন্ধন থেকে বতে চাই যদিও আমাদের সামর্থ নেই ফিলিস্তিনে গিয়ে যুদ্ধে শরীক হওয়ার কিন্তু আমরা আমাদের হৃদয়ের সবটুকুু আবেগ দিয়ে ঢেলে আমরা আল্লাহ সুবান আলা তালার কাছে বলতে চাই যে, আল্লান আপনি এখনই সাহায্যে নাজিল করুন এবং ফিলিস্তিন বাসীকে মুক্ত করুন। আমারা আর সহ্য করতে পারছিনা। আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনে নিরীহ শিশু নিরিহ নারী নিহত হচ্ছে। যাদের কোন অপরাধই ছিলো না, সেখেনে গণহত্যা চালানো হচ্ছে। এবং দখলদারিত্ব কায়েম করার চেষ্টা করছে ইসরায়েল বাহিনী, সেটি যাতে এখনই বন্ধ হয়ে যায়। সবশেষে আমি বলতে চাই যে আজকে আমরা যে আয়োজন করেছি আমাদের দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আমাদের ইদার্থ আহ্বান থাকবে আপনারাও এমন আয়োজন করুন। আপনারা আপনাদের প্রতিবাদের ভাষা বলিষ্ঠ কন্ঠে উচ্ছারন করুন যাতে আমরা আমাদের ইমানী দ্বায়িত্ব কিছুটা হলেও পালন করতে পারি।আমরা আমাদের দেশীয় সকল বড় বড় বিদ্যাপীঠের সকল শিক্ষার্থী ভাই বোনদের প্রতি আমাদের উদার্থ আহ্বান থাকবে আপনারাও এগিয়ে আসুন এবং এই ফিলিস্তিনকে মুক্ত করতে ইসরায়েলের কালো হাত ভেঙ্গে দিতেআপনারাও সোচ্ছার ভূমিকা পালন করবেন এঝ আশাবাদ ব্যাক্ত করে আমাদের মানববন্ধন এখানেই সমাপ্তি ঘোষণা করছি।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন আমির হামজা, তারেক মিয়া, ফুয়াদ হাসান, সাকিব, তারেক, ইমরান, শামীম মিয়া, মকবুল হোসেন, সহিবুর আহমদ, আব্দুর রহিম প্রমূখ।
মানববন্ধন শেষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ওসমানী মেডিকেল সংলগ্ন তকদির পয়েন্ট ঘুরে আবারও ইউনিভার্সিটি গেইটে এসে শেষ হয়।
আপনার মতামত লিখুন :