সিসিকের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিলের সিদ্ধান্তে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ


Shikha BD প্রকাশের সময় : মে ২৫, ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন /
সিসিকের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিলের সিদ্ধান্তে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ

দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সিলেট মহানগর নাগরিক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী ও দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, নগরিক সমন্বয় পরিষদের আহবায়ক নেছারুল হক (বুস্তান স্যার), যুগ্ম আহবায়ক ও সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম চৌধুরী এডভোকেট, সদস্য সচিব ও সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মো. এহছানুল হক তাহের তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় বলেন, সিসিকের অযৌক্তিক ও বৈষম্যমূলক ধার্য্যকৃত হোল্ডিং ট্যাক্স বাতিলের সিদ্ধান্ত ও ঘোষনায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রতি সংগ্রামী অভিনন্দন ও কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, সিলেট নগরবাসীর সেন্টিমেন্ট ও গত ৫ই মে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের পক্ষ থেকে হোল্ডিং ট্যাক্সের বিষয়ে স্মারকলিপি পেশ, সিলেট মহানগর নাগরিক সমন্বয় পরিষদ, সিলেট মহানগর নাগরিকবৃন্দ সহ বিভিন্ন ব্যানারে সংগঠনগুলোর প্রতিবাদকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে মাননীয় মেয়র ও সিটি কাউন্সিল পর্ষদ এবং সংশ্লিষ্টদের এই সিদ্ধান্ত সময়োপযোগি।

নেতৃবৃন্দ বলেন, এই সফলতা মাননীয় সিসিক মেয়রের ও সিলেটের সচেতন নগরবাসীর। আগামীতে সিলেটের যেকোন নায্য দাবি-দাওয়ার আন্দোলনে এভাবে সবাইকে সোচ্চার ভূমিকায় থাকার জন্য আকুল আহবান জানানো হয়।