শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ২৩ মে সাংবাদিক উৎফল বড়ুয়ার সিলেটের বাসায় পরলোকগত পিতা-মাতা, জ্ঞাতিগনে পারলৌকিক নির্বাণ সুখ, পরিবারের সকলের, জ্ঞাতীগনের সখু সমৃদ্ধি ও জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনায় সান্ধকালিন আয়োজন ভিক্ষু সংঘদের দান, ধর্মদেশনা ও পরিত্রাণ সূত্র পাঠের আয়োজন করা হয়।
এতে সংঘ প্রধান হিসেবে উপস্থিত থেকে আর্শীবাণী প্রদান করেন নজরেরটিলা সার্বজনীন ধাতুরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যনন্দ স্থবির মহোদয়।
প্রধান ধর্মদেশক হিসেবে দেশনা প্রদান করেন সোনাইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত উত্তমানন্দ স্থবির।
মহতী পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর সভাপতি লিটন বড়ুয়া, সহ সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া ও সীমান্ত বড়ুয়া জয়,সেতু বড়ুয়া মুক্তা প্রমুখ।
এ উপলক্ষে সিলেটে বুধবার ২২ মে রেণু প্রভা-প্রিয় রঞ্জন ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল সার্বিক তত্বাবধানে গরীব অসহায়দের মাঝে খাবার ও পানি দান করা হয়।
আপনার মতামত লিখুন :