সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বাংলাদেশ জাসদ এর নেতৃবৃন্দ মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান ও নগরবাসীকে নিয়ে আন্দোলন করেন। নগরবাসীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিল করায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর সহ কর্মকর্তাবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বাংলাদেশ জাসদ এর নেতৃবৃন্দ।
শনিবার (২৫ মে) এক যুক্ত বিবৃতেতে নেতৃবৃন্দ বলেন, সিলেটের মানুষ শান্তিপ্রিয়। অযৌক্তিক কোন ধরনের কার্যক্রম সাধারণ মানুষ কোনদিনই মেনে নেয় নি। তারা সবসময়ই অযৌক্তিক কোন কিছু হলেই প্রতিবাদ মুখর হয়ে উঠেন। এরই ধারাবাহিকতায় সিটি কর্পোরেশনেরও অযৌক্তিক হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে আন্দোলন করেছেন নগরবাসী। আন্দোলনের মুখে সিটি কর্পোরেশন তাদের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিল করেছেন। এর জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই।
বিবৃতি দাতারা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মো. শফিক, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ, জেলার সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল আলম, মহানগর শাখার সহ সভাপতি ফেরদৌস আরবি, সাধারণ সম্পাদক নাজাত কবির, জেএসডি সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক চৌধুরী দিলওয়ার হোসেন জিলন, জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী শাহেদ কামাল টিটো, শ্রমিক জোট সিলেট জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেএসডির সদস্য এইচ এম শিবলী ও প্রিন্স চৌধুরী প্রমুখ।
আপনার মতামত লিখুন :