তীব্র গরমে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করছে তপোবন যুব ফোরাম


Shikha BD প্রকাশের সময় : মে ২৩, ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন /
তীব্র গরমে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করছে তপোবন যুব ফোরাম

সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে তপোবন যুব ফোরামের উদ্যোগে তপোবন আবাসিক এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে তপোবন আবাসিক এলাকায় তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তপোবন যুব ফোরামের সভাপতি মো. আবু জাবের, ফোরামের সাবেক যুগ্ম আহবায়ক-২ মাইদুল ইসলাম জুয়েল, সাবেক সদস্য সচিব মাজিদুর রহমান মাসুম, ফোরামের অর্থ সম্পাদক আব্দুল মুমিত, দপ্তর ও প্রচার সম্পাদক উমায়ের আলম সরকার প্রমুখ।

পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী, রিকশাচালক ও পথচারীরা বলেন, ‘এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

ফোরামের সভাপতি মো. আবু জাবের বলেন, তাপপ্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালক ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ্র প্রয়াস। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে খাবার স্যালাইন ও এক বোতল করে ঠাণ্ড পানি বিতরণ করেছি আমরা।