https://shikhabd.com/google0928d57da4654288.html
বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন আয়োজনে ৮ম জাতীয় ইয়োগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ ১টি ব্রাঞ্চ পদক ও ইয়োগাসনা স্পোর্টস ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ-২০২৩ ১টি ব্রাঞ্চ পদক অর্জন করেছেন মো. আরিফ উদ্দিন ওলি।
গত ১৮ মে (শনিবার) বিকেলে মিরপুর ইনডোর স্টেডিয়াম দুইদিনব্যাপী সমাপনী অনুষ্ঠানে এ পদক অর্জন করেন তিনি।
এসময় আরিফ উদ্দিন ওলি বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুন সহ সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।
ইয়োগা প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, মো. আরিফ উদ্দিন ওলি একজন পরিশ্রমিক খেলোয়াড়। তার প্রতিভা আমাকে মুগ্ধ করেছে, ভবিষ্যতে যদি বড় ধরনের কোন সুযোগ-সুবিধা পায় তাহলে সে আরো ভালো করবে এবং দেশের সুনাম বয়ে আনবে।
জাতীয় পদক প্রাপ্ত অর্জনের প্রতিক্রিয়া ব্যক্ত করে ইয়োগা খেলোয়াড় মো. আরিফ উদ্দিন ওলি বলেছেন, একজন মানুষের সুস্থ-সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ইয়োগাচর্চার বিকল্প নেই। বর্তমান সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে মানুষের মধ্যে নানা রকম টেনশন, হতাশা দেখা দেয়। যোগব্যায়াম চর্চা করলে শরীরের পাশাপাশি মানসিক সমস্যাও দূর করা যায়। কারণ যোগব্যায়ামে শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক সুস্থতার সাথে ইয়োগা এখন খেলাধুলার সাথে রূপ ধারণ করেছে। প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে মানুষের মাঝে তুলে ধরা যায় এবং দেশের সুনামও বয়ে আনা যায়।
তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে ইয়োগা প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। নিজের দক্ষতা দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের বুকে তুলে ধরতে সকলের সহযোগিতা কামনা করছি।
আপনার মতামত লিখুন :