https://shikhabd.com/google0928d57da4654288.html

করিমগঞ্জ আসামের ব্যবসায়ীদের সাথে সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের যৌথ সভা


Shikha BD প্রকাশের সময় : মে ২০, ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন /
করিমগঞ্জ আসামের ব্যবসায়ীদের সাথে সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের যৌথ সভা

করিমগঞ্জ ডিষ্টিক্ট এক্সপোর্টারস এন্ড ইম্পোর্টার্স কো-অর্ডিনেশন টিম করিমগঞ্জ আসাম এর সাথে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মে) রাতে সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উভয় দেশের আমদানীকারক ও রপ্তানীকারক ব্যবসায়ীদের স্বার্থে সর্বসম্মতিতে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এমওইউ স্বাক্ষরিত হয় এবং কয়লা ও পাথর আমদানী-রপ্তানী ব্যবসার নানাবিধ সমস্যা নিরসন করে ব্যবসাকে আরো গতিশীল করার লক্ষ্যে একযোগে কাজ করার ব্যাপারে উভয় দেশের সমিতির নেতৃবৃন্দ একমত পোষন করেন।

কয়লা আমদানীকারক গ্রুপের সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল হামিদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টার্স এসোসিয়েশন সভাপতি আবু সালেহ ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক অজয় কুমার দেব, করিমগঞ্জ লাইমষ্টোন এক্সপোর্টার এসোসিয়েশনের সভাপতি শিবাজী চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মো. সালেহ আহমদ, করিমগঞ্জ সুতারকান্দি এক্সপোর্টারস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি জাকির আহমদ চৌধরী, সাধারণ সম্পাদক মো. রুহুল কুদ্দুছ, কার্যকরী সদস্য আব্দুল হাফিজ চৌধুরী, করিমগঞ্জ ফ্রেস ফ্রুট এক্সপোর্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সত্য রঞ্জন দে, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি তাহমিন আহমদ, ফেডারেশন এর সম্মানিত ডাইরেক্টর ফালাহ্ উদ্দিন আলী আহমদ, চেম্বারের সিনিয়র সভাপতি মো. এমদাদ হোসেন, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সহ- সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া, সাবেক সভাপতি দিলওয়ার হোসেন, সাবেক অর্থ সম্পাদক আব্দুল মালিক মারুফ, সিনিয়র সদস্য এন আই খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আতিক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুগোপাল সরকার, অর্থ সম্পাদক শ্রী জয়দেব চক্রবর্ত্তী, প্রচার সম্পাদক সোহেল আহমদ, কার্যকরী সদস্য মো. শাহ আলম, মো. জুয়েল আহমদ, মো. মনিরুল হক প্রমুখ।

এছাড়াও সভায় সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।