বাংলা টিভির ৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা


Shikha BD প্রকাশের সময় : মে ২০, ২০২৪, ৮:০৪ পূর্বাহ্ন /
বাংলা টিভির ৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

জনপ্রিয় টেলিভিশন বাংলা টিভির ৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রথমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলা টিভির সুনামগঞ্জ প্রতিনিধি আল হাবিবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আর জুয়েল, এনটিভির স্টাফ করসপন্ডেট দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল আই সুনামগঞ্জ প্রতিনিধি মুহিম আহমদ, আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, এখন টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি লিপসন আহমেদ, দৈনিক আলোকিত সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার তামিম রায়হান, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার মোশফিকুর রহমান স্বপন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌরসভার মেয়র নাদের বখত বলেন, বাংলা টিভি ইতোমধ্যে মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। সেই সাথে প্রতিনিয়ত এই টেলিভিশন সত্য সংবাদ পরিবেশন করছে। সেজন্য এই জন্য এই টিভির সাথে সম্পৃক্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই টেলিভিশন একদিন দেশের নাম্বার ওয়ান টেলিভিশন হিসেবে পরিচিতি পাবে।

আলোচনা সভা শেষে কেক কেটে বাংলা টিভির ৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।