সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল এসডিসির কেন্দ্রীয়, জেলা, মহানগর কমিটির উদ্যোগে গত শনিবার (১৮ মে) বিকেল ৩টায় লামাবাজারস্থ সংগঠনের কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল এসডিসির প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক সিলেট প্রান্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার মামুন আলী আখতার সাহবের সভাপতিত্বে এতে সিলেট জেলা, মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিলেট মহানগরীর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আগামী মঙ্গলবার ২১ মে সকাল ১১ ঘটিকায় নগর ভবনের সামনে মানব বন্ধন কর্মসূচি ও সিলেট সিটি করপোরেশনের মেয়রের কাছে স্মারক লিপি প্রদান করা হবে।
উক্ত কর্মসূচিতে সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল এসডিসির সকল নেতা কর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার মামুন আলী আখতার উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :