সিসিকের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার মানববন্ধন


Shikha BD প্রকাশের সময় : মে ১৭, ২০২৪, ১২:০৭ অপরাহ্ন /
সিসিকের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার মানববন্ধন

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মে) বাদ জুম্মা নগরীর ১৭নং ওয়ার্ডের উত্তর কাজিটুলা জামে মসজিদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হচ্ছে পাল্লা দিয়ে। যার ফলে মানুষের জীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। তার মধ্যে হঠাৎ করে সিলেট সিটি কর্পোরেশনের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স আরোপ পুরো নগরবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলবে। মানববন্ধন থেকে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স এর সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। অবিলম্বে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্সের সিদ্ধান্ত বাতিল না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা বলে হুশিয়ারি দেন বক্তারা।

অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রুহেল আহমদ এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি আব্দুল আহাদ এলিছ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক আব্দুল মালিক জাকা, অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল করিম বাবলু, আব্দুল কাইয়ুম, শাহীন আহমদ, জয়নাল আবেদীন, ইনাম মাহমুদ, মুস্তাকিম চৌধুরী অনি, আকবর আহমদ, সাংবাদিক মিছবাহ উদ্দিন আহমদ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাহাত আহমদ, রিফাত আহমদ রনি, কামাল আহমদ, সাব্বির আহমদ তুহিন, কয়েছ আহমদ দারা, রাশেদ আহমদ, ইমাদ আহমদ, মিহাদ আহমদ প্রমুখ।