বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর মমতাময়ী মাতার ইন্তেকালে সিলেট মহানগর আওয়ামী লীগের শোক


Shikha BD প্রকাশের সময় : মে ১৬, ২০২৪, ৫:১৪ পূর্বাহ্ন /
বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর মমতাময়ী মাতার ইন্তেকালে সিলেট মহানগর আওয়ামী লীগের শোক

সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর মমতাময়ী মাতা সিরাতুন্নেসা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহতালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই দোয়া করেন।

রবিবার (১২ মে ২০২৪) দিবাগত-রাত ৩ ঘটিকায় রায়নগরস্থ প্রত্যয় ১০ নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি চার পুত্র সন্তান, চার মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ বাদ যোহর নয়াসড়ক জামে মসজিদে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।