মেয়র বরাবরে সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটি স্মারকলিপি প্রদান


Shikha BD প্রকাশের সময় : মে ১৫, ২০২৪, ৭:৪২ পূর্বাহ্ন /
মেয়র বরাবরে সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটি স্মারকলিপি প্রদান

অসহনীয় পর্যায়ে হোল্ডিং ট্যাক্স এসেসমেন্ট ও বাতিলের দাবিতে সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে স্মারকলিপি প্রদান প্রদান করা হয়েছে।

রবিবার (১২ মে) দুপুরে নগর ভবনে আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেন সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধিতে আমরা গভীর উদ্বোগ প্রকাশ করছি। অবিলম্বে প্রকাশিত হোল্ডিং ট্যাক্স এর সকল কার্যক্রম বাতিল স্থগিত করার আহবান জানান। বর্তমানে এসেসমেন্টকৃত হোল্ডিং ট্যাক্স অযৌক্তিক ও অসহনীয় হারে বৃদ্ধি করায় সচেতন নগরিকবৃন্দ সহ সাধারণ নাগরিকবৃন্দ সম্মুদ্ধ ও বিক্ষুব্ধ। তাই আমরা সচেতন নগরিকবৃন্দ মনে করি নগরবাসীর উপরে ধার্য্যকৃত অযৌক্তিক ও অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স আগমাী ১৪ মে ২০২৪ইং মধ্যে বাতিল করার আবশ্যক। নতুবা নগরবাসী ক্ষতির স্থল বঠে, স্থগিত রেখে তাহা পূর্বের ট্যাক্স এর সহিত সমন্বয় রেখে হোল্ডিং ট্যাক্স পুনঃনির্ধারণের স্বার্থে এবং রি-এসেসমেন্ট করে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের উপস্থিতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের সম্মতিতে সহনীয় পর্যায়ে হোল্ডিং ট্যাক্স নির্ধারণের জোর দাবি জানাচ্ছি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, এডভোকেট আখতার বক্স জাহাঙ্গীর, শহিদুল হোসেন আহমদ মামুন, কামাল মিয়া, আফজাল হোসেন, আখতার রশিদ চৌধুরী, শামসুদ্দীন আহমদ, খসরুজ্জামান খসরু, আব্দুল হাকিম, শেখ কবির আহমদ, মির্জা সম্রাট হোসেন, সেলিম আহমদ মাহমুদ, সাব্বির আহমদ, রাজিব কুমার দে রাজু, রুবেল আহমদ, মালেক আহমদ, আবু সাঈদ মো. তাইফ, জম জম বাদশা, মাহবুবুর রহমান মন্তাজ, মঈনুল আহমদ, উজ্জল কুমাদ চন্দ, নাজির উদ্দীন রব, শামীম আহমদ লোকমান, জালাল উদ্দীন শামীম, আব্দুস শহিদ, লিয়াকত আলী, সেলিম আহমদ, ছালাউদ্দিন রিমন, মাসুক আহমদ, মলয় লাল ধর, সাহেল রহমান, সাদিক আহমদ, আশরাফ উদ্দীন, সোহেল আহমদ, আব্দুল রকিব আলঙ্গীর, রায়হান আহমদ, আবুল হোসেন, শাহরিয়ার জালালী ফাইজার, নাজমুল হোসেন, সোয়েব আহমদ প্রমুখ।

এছাড়াও সিলেট মহানগর সচেতন নাগরিক সমাজের শত শত সদস্য ও অন্যানরা উপস্থিত ছিলেন।